সততা বাজারে কিনতে পাওয়া যায়না যে আপনি যখন ইচ্ছা যতটুকু ইচ্ছা কিনে নিয়ে আসবেন। এটা একান্তই পারিবারিক শিক্ষা যা ব্যাক্তি তার ছোটবেলা থেকে অর্জন করে। ভালো গাছের ফল যেমন ভালো হয়, তেমনি সৎ বাবা মায়ের সৎ উপার্জনের বরকতে ব্যাক্তি সৎ হয়।
এবার আসি সমকালীন সময়ে। আপনি যে দিকে তাকাবেন - ভন্ড, কপট, নীচ ও অসৎ মানুষের হাট বাজার। গায়ে গায়ে ধাক্কা লাগে সব অসৎ মানুষ। যারা সৎ, ভালো কাজ করে তাঁরা উপেক্ষিত ও লাঞ্ছিত। আমাদের সমাজ আজ তাঁদের পুরষ্কার দেবার বদলে তিরষ্কার দেয়। চুরি করে ধরা খেলেই সে চোর বাকি সবাই সাধু। এই হল আমােদের সমাজের অবস্থা। আমাদের চোখের সামনের মন্দ কাজ গুলোকেও আজ আমরা চোখে দেখিনা। আমাদের বিবেক আজ পশুত্বের দাসত্ব করছে।
তারপরেও আমি সুন্দর একটা সময়ের অপেক্ষা করছি। আমাদের সমাজকে আমাদেরকেইতো বদলাতে হবে। এবং সেইসব মানুষের পদাঙ্ক অনুসরন করতে হবে যারা ছিল সত্যিকারের দেশপ্রেমিক।
দেশপ্রেম যার অন্তরে আছে, সে কখনও দেশের ক্ষতি করতে পারে না। এক্ষেত্রে একথা বলতে আমার কোন আপত্তি নেই যে, আমাদের তথাকথিত শিক্ষিত সমাজই হলাম সত্যিকারের দেশপ্রেমিক(!)
No comments:
Post a Comment